img

ব্রিসবেনে অনুষ্ঠিত দিবা–রাত্রির টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ইংল্যান্ড কিছুটা নড়বড়ে শুরু করে। প্রথম সেশনের শেষে তাদের স্কোর ছিল ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান। দ্বিতীয় সেশনে ২৩ ওভার ব্যাট করার পর ইংল্যান্ড আরও ৯৮ রান যোগ করে। এই সেশনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান।

চতুর্থ উইকেটে জো রুট ও ব্রুক ৬৯ বলে ৫৪ রানের জুটি গঠন করেন। ব্রুক ৩৩ বলে ৩১ রান করে মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এই উইকেট শিকার করার সঙ্গে সঙ্গে স্টার্ক টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে রেকর্ড গড়েন। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটকে পেছনে ফেলে তিনি ৪১৫ উইকেটে নতুন রেকর্ড গড়লেন।

ওয়াসিম আকরাম ১০৪ টেস্টে ১৮১ ইনিংসে এই ৪১৪ উইকেট সংগ্রহ করেছিলেন। স্টার্ক এই মাইলফলক ছাড়েন তার ১০২তম টেস্টে এবং ১৯৫তম ইনিংসে।

দ্বিতীয় সেশনে চতুর্থ ওভারের পঞ্চম বলে আউট হন ক্রলি। প্রায় তিন বছর পর টেস্টে ফিরেছেন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নেসার। তার বোলিংয়ে ক্রলি ক্যাচ দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। ১০৮৯ দিনের ব্যবধানে এটি নেসারের প্রথম টেস্ট উইকেট।

ক্রলি যেভাবে ব্যাট করছিলেন, ব্রুকও শুরু থেকেই তেমনই আগ্রাসী ব্যাটিং করেন। অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেটকে দুই চারে ৭ বলেই তুলে নেন ১১ রানে। স্কুপ, পুল বা টেনে মারতেও দ্বিধা করেননি। ক্রিজে থাকা সময় ব্রুক একই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান।

তবে সেশনের শেষ দিকে স্টার্কের বোলিংয়ে ফেরার পর ব্রুক আবারো আউট হন ড্রাইভ খেলতে গিয়ে। অন্যদিকে, রুট টেস্টে ধারাবাহিকভাবে স্ট্র্যাটেজিক ব্যাটিং চালিয়ে যান। দ্বিতীয় সেশনের শেষ দিকে স্কট বোল্যান্ডের বল ধরতে অস্ট্রেলিয়া অধিনায়ক বেন স্টোকসের ক্যাচ খোয়ায়।

ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে ইংলিশদের দলীয় রান ৩২৫। এই রান তুলতে তারা উইকেট হারিয়েছে ৯টি এবং ওভার খেলেছে ৭৪টি।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ